- 3
- 0
সকাল হলেও আজকের সকালটা সকাল নয়।আজ সূর্যগ্রহণ।মেয়েকে নিয়ে মুকুটমণিপুর জলাধারে এসেছে ইমন। রোদচশমায় লাবণ্য ধুয়ে নামছে মেয়েটির। মাত্র তেরো বছরের মেয়ে। হীরের আংটি। আলোর রকমফের। রিনরিন করছিল মেয়েটি - কি সুন্দর বাপী।আমিও সবটাই দেখতে পাচ্ছি। অবাক কন্ঠে জিজ্ঞেস করলাম-কেন? দেখছি তো সবাই। ইমন বলল-প্রতিজ্ঞা জন্মান্ধ যে।
0 Comments.