Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে নিঃশব্দ আহামদ

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে নিঃশব্দ আহামদ

ফয়সালা

আপনার কাছে যাই,ভাবি বারংবার সৃষ্টির প্রতি দ্যাখি অবিচার যেতে পথ,আমি ভুলে যাই মানুষ আমি ক্রোধ ক্যামনে সামলাই৷ লিখে দেন নসিহত,কপোলদেশে বিবাগি ,অসহায়-নিরূপায় বেশে শুয়ে থাকি মানবেতর,অতঃপর ভাবি-মৃত্যু ই শ্রেয় ছেড়ে এসব বৈষম্যের অনাচার৷ মৃত্যু;সে তো দেখেছি-কখনো সকালে,কখনো বিকেলের কাছে অথবা বর্বর অন্ধকার ছেয়ে নিলে সব সে আসে,শোনায় ভবিতব্যের ফিসফাস বাঁচার আকুতিতে মরেছে অনেকে ই নির্বিচারে৷ মাবুদ!দাও হে ফয়সালা নিঃশ্বাস করো স্তব্ধ,অন্ধ করো দৃষ্টি তবু এমনো দৃশ্যের কাছে নিয়োনা আমায় আর যেনো রক্তের স্রোতে না ওঠে ঝড়,কিছু করতে না পারার এই তিতীক্ষার৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register