Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে দীপায়ন হোসেন

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে দীপায়ন হোসেন

রাত পোহালোনা

আকাশে কোনোদিন চাঁদ ওঠেনি; সূর্যও ডোবেনি গাঢ় অন্ধকার; রক্ত চুয়ে চুয়ে লাল হয় শুধু; পুকুরের জল কেরোসিন তেলে সলতে ভেঁজা কুপি বাতির আলোয় যে মেয়েটা চুল বাঁধিতো প্রতিদিন রঙধনুর সাত রঙ; মনের গহিনে জমিয়ে রাখতো রাত হলে কপালে টিপ আঁকতো চাঁদের আলোয় জ্বলজ্বল করতো; নিশ্চয়ই মেয়েটির দোষ এটাই? রক্ত চুয়ে চুয়ে; লাল হয় পুকুরেরজল লাল রঙের সূর্যটা ভেসে উঠে অন্ধকারে রাত পোহালোনা এখনও উননের পাশে, নাঙ্গা ভূখা শুয়োরেরা ওশ খোশ করে... চোখের সামনে মায়ের শরীর; লালসার লালায় ক্ষত- বিক্ষত করে দেয় রাষ্ট্র নপূংশক হয়ে গেছে; নাকি আমরা? প্রতিদিন ধর্ষিত হচ্ছে- শিশু, কিশোরী, যুবতী এবং বৃদ্ধা নারীও বাদ পড়ে না রক্তে লাল হচ্ছে বাংলার ভূখণ্ড পরের ঘরে মুখ থুবড়র পড়ে আছে একাত্তরের স্বপ্ন স্বাধীনতা; ত্রিশলক্ষ শহিদ দু'লক্ষ মা-বোনের সম্ভম এখনও ঘুমাতে পারে না রাত এখনও পোহালোনা
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register