Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

উভয়ে

অভয়ের কাছে উভয়ে গিয়ে দ্বারস্থ হয়, দুইজনের দারুণ আকুতি আর কিছু তিক্ততা নিয়ে৷ এদিকে মলাটের কোণে কোণে দুইজনের হাতের ছোঁয়া লাগানো! নিবৃত্তির উল্টো দিকে গিয়ে দুজনেই হাত পেতে কিছু চেয়ে চেয়ে দিনের অনেকাংশ পাড় করেছে অভয়ের বদান্যতার পানে তাকিয়ে৷ কিছুকিছু দিন শুধু চাওয়া নয় একজন অন্যজনকে দিয়েছে একের অধিক মন নিংড়ে বেড়িয়ে আশা অভিশাপ ! চোখের পানি ছেড়ে বড়সড় ঘৃণার স্তুপ মিলিয়ে দিয়েছে বাতাসে ! আগাগোড়া সমান হয়না এটা বুঝেও না বুঝার অভিনয়ে জেদ করে কতো অনুযোগ কতো অভিযোগ দিয়েছে ক্ষণেক্ষণে তার হিসেব নেই৷ এইসবের পরে আবার দুইজন দু'জনার মুখপানে চেয়ে সব ভুলে কিছু গন্ডগোল নিয়ে কাটিয়ে দিয়েছে কতো যুগ, মায়া আর মায়ার মোহনজালে প্যাঁচিয়ে৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register