Fri 19 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিকে রাজশ্রী বন্দ্যোপাধ্যায় (পর্ব - ৯)

maro news
সাপ্তাহিক ধারাবাহিকে রাজশ্রী বন্দ্যোপাধ্যায় (পর্ব - ৯)

পিরিচ পেয়ালার ও একটি সন্ধ্যা

পিরিচ পেয়ালার ঠুংঠাং- এ ভরে ওঠে সন্ধ্যা, সাথে ভীমসেন মেজাজী আড্ডা৷ কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কোহিমা গোটা ভারতটা ঘুরে ফেলি কিংবা বলা কি যায় গোটা পৃথিবীটাই হয়ত ঘুরে ফেলি আমরা আড্ডা দিতে দিতে৷ আর বিষয়? সম্পর্ক থেকে রসায়ন, রাজনীতি থেকে সংস্কৃতি কোন বিষয়ে আলোচনা হয় না বলুন তো এই আড্ডায়! যেন বিশ্বব্রহ্মাণ্ড বারেবারে ধরা পড়ে পিরিচ পেয়ালার এই সন্ধ্যার আড্ডায়৷

তেমনই এক সন্ধ্যার আড্ডায় " পরীক্ষা " নিয়ে বাঁধল গোল৷ চলল বিস্তর তর্ক৷ একেবারে চুলচেরা বিচার৷ নিত্তি মেপে এগানো৷ সমানুপাত ব্যস্তানুপাত কিছু কি বাকি থাকল? আমার আবার হিসেব কষাকষির এমন বহর দেখলে কেশব চন্দ্র নাগের কথা ভারি মনে হয়৷ আর ঐ বাঁদরটার কথা তেল মাখা ডান্ডায় কিছুটা উঠছে আবার স্লিপ করে ততটাই নেমে আসছে৷

মানুষ জন্মের পর থেকেই একটানা পরীক্ষা দিয়ে চলেছে৷ কখনও সম্পর্কের জন্য, কখনও সাফল্যের জন্য, কখনও প্রেমের জন্য কখনও সম্মানের জন্য, অবাধ্য শিশুদের মত না বলে কয়ে হঠাৎ হুড়মুড় করে ঘাড়ের ওপর কত যে পরীক্ষারা হাজির হয় তার হিসাব মেলান সত্যি বড় কঠিন! এই পরীক্ষার শেষ কোথায়, কবে কেউ জানে না৷ যত সময় এগিয়ে চলে কত নতুন নতুন পরীক্ষারা ভীড় করে আসে৷ তাদের চলন বলন রঙ রূপ যতই ভিন্ন হোক, পাশ ফেলের জাতাকলে ঘুরতে ঘুরতে কখন জীবন শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না৷ অনুত্তীর্ণ ফলাফলগুলো কখনও ছাই হয়ে জমা হয় ছাইদানিতে কখনও কাঁটার মত বিঁধতে থাকে সারা জীবন৷

প্রতিদিন সূর্যের আলো মেখে জীবন একটু একটু করে সতেজ হতে থাকে৷ বাতাসের কানাকানিতে মনের রুদ্ধ গলিগুলোর মুখ থেকে পাথরগুলো সড়ে যায়৷ তবু পলি জমে৷ অযাচিত পলি কখনও কখনও পিচ্ছিল করে চলার পথ৷ মানুষ ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে পড়ে, শুরু হয় উঠে দাঁড়ানোর লড়াই৷ আবার এক পরীক্ষা৷ নদীটার বহমান ধারায় কতবার যে পরীক্ষারা ডিঙি নৌকার মত দুলতে দুলতে একবার আসে আর একবার দূরে মিলিয়ে যায় তার হিসেব কষতে কষতেই জীবনের সায়াহ্ন থেকে ক্রমে মধ্যযাম এসে যায় ৷ আমরা কলুর বলদের মত চোখ বেঁধে শুধু অক্ষের চতুর্দিকে তখনও ঘুরেই চলেছি৷

পরীক্ষা মানুষকে দক্ষ করে, তীক্ষ্ণ করে, পরিণত করে, কিন্তু কখনও কখনও ক্ষত- বিক্ষতও করে৷ সেই ক্ষতের যন্ত্রণা কখনও নিঃশব্দে আড়াল করতে হয় তাকে, কখনও বা প্রতিবাদে সোচ্চার হয়ে রাবণের চিতার মত জ্বলতে হয় চিরটাকাল৷ তবু জীবন থেকে যুদ্ধ, প্রেম থেকে পেশা কখনও প্রকট কখনও প্রচ্ছন্ন পরীক্ষার নাগপাশে আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে থাকি, বাঁধা পড়ে আছি আমরা৷

আসছে সপ্তাহে আমাদের সন্ধ্যার আড্ডায় আবার কী নিয়ে দক্ষযজ্ঞ বাঁধে দেখি! চিন্তা করবেন না, একেবার সেই বিষয়টা নিয়েই চলে আসব আগামী সপ্তাহে " পেয়ালা পিরিচ ও একটি সন্ধ্যা"-র পরের পর্বে৷ ভালো থাকুক সকলে৷

*বিঃদ্রঃ পেয়ালা পিরিচ সহযোগে সন্ধ্যায় আপনিও জমিয়ে আড্ডা মারুন

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register