Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে হাসি ইকবাল

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে হাসি ইকবাল

প্রেম

আমার অবাধ্য সময়ের নাম প্রেম আমার দুরন্তপনার সঙ্গে যৌবনের যে দস্যিপনা তার নাম প্রেম । আমার আরাধনার নাম প্রেম নিজর্নে পড়ে থাকা আমার একাকিত্ব সকাল বিকেল সন্ধ্যা আমার অলস সময়ের সাথে স্বপ্নের গোপন অভিসার তার নাম ও প্রেম । নস্টালজিয়ার নিম্নচাপ-উচ্চচাপ মেঘের গর্জন, জলের নষ্টামি আর ঝিঁ ঝিঁ পোকার ডাক চিৎকার করে আকাশ ফাটিয়ে বলে এর নাম প্রেম । বাতাসে রাত্রির গান বিশ্বচরাচর জুড়ে নিথির স্তব্ধতা শববাহকেরা বৃত্তের ভিতরে ঘুরে বেড়ায় রাতের পাখিদের উৎসব নোংরা নস্টামির আনন্দে মেতে উঠে কিছু মানুষ ক্লান্ত নিঃশব্দে শুধু আমার পদচারনা এর নাম প্রেম ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register