Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে মারজ্বানূল বাহার শিউলী

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে মারজ্বানূল বাহার শিউলী

বিমূর্ত বিরহী স্পর্শ 

ক্রমাতিক্রান্ত সময়ের অবয়বে ভালোবাসার পেলব-আাঁচড়, তড়িৎ স্পর্শের দীর্ঘায়িত অনুভবের আয়নায় বিম্বিত সাক্ষর হয়ে থাকে মনের আরশীতে-- মনে হয়--এইতো সেদিনের সান্নিধ্যের মোহনায় সুবাসিত আবেগের অনুভবে প্রিয়ের নিঃশ্বাসের উষ্ণ স্পর্শের শিহরণ লেগে আছে বিমূর্ত বিরহী সর্বাঙ্গ জুড়ে--! অতীত-বর্তমানের দোলাচলে মতান্তরের যাতাকলে গুমরে কাঁদে ভবিষ্যৎ স্বপ্নের নিদমহল-- মতান্তরে শপথের কঠিন অাগল ভেসে যায় অঙ্গীকারের জীবন মরু প্রান্তরে অনুভবের সিক্ত অনুরনণে শীতল জলের পিপাসায়-- ভালোবাসার অধিকার একান্তকরনে, মূহুর্মূহু মতান্তরের বেড়াজালে মিলিত সমঝোতার অভাবে অক্ষমতার কোনঠাঁসা আঁধার চিলেকোঠায় বন্দী আজ, দু'জনের চার নয়নের মিলনমেলার কাঙ্খিত আনন্দের অশ্রুধারায় - উভয়ের অজুত আকাঙ্খার সোনালী আশাগুলো অবদমিত রেখে কতো রাতুল প্রেমের গোঁধূলীবেলা বিরহী কষ্টের দহনে অবশেষে ঠাঁই নেয় আগামীর ইতিহাসের পাতায়--! তবুও,আগামী সন্ধ্যায় দু:জনের মুখোমুখি বসার প্রত্যাশার স্বপ্নগুলো আগামী গোধূলী লগ্নের কনেদেখা আলোয় বেঁচে থাকুক -
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register