কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ
আগন্তুক
আমার আশাগুলো যখন ভেঙে গেল--
(বলা যেতে পারে ভেঙে দিল)
হঠাৎই দ্বিতীয় ব্যক্তির আগমন
সে খোঁচাতে লাগল আহত স্বপ্নগুলোকে
মেরুদণ্ড ভেঙে দিতে চাইল--
প্রথম ব্যক্তির মতন।
নিবু নিবু প্রাণের স্বপ্নগুলো যখন দাঁড়াতে চাচ্ছে
তখনই তৃতীয় আগন্তুকের আগমন
এবার টিকেথাকা স্বপ্নকটাকে শ্বাসরোধ করতে ইচ্ছুক সে
এরপর চতুর্থ পঞ্চম...
অন্ধকার থেকে দেখছি এসব
সবাই আগন্তুক--মুখোশ পরে
আলোয় মিত্র, অন্ধকারে তুমুল যুদ্ধ।
স্বপ্নগুলো কি ফিনিক্স পাখি হতে পারে না
আমাকে একটু একা থাকতে দাও।
0 Comments.