Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল (গুচ্ছ কবিতা) ১| সুন্দরী তো বটেই তুমি আমার প্রিয় মায়া হরিণী, চুলগুলো আলতো ছুঁয়ে স্বপ্নে দেখেছি বহুবার, শুনেছি বার্তা, হোঁচট খেয়ে হৃদয়ে চোট পেয়ে তবু ভালোবাসা রহিলো অবিচল সদাসর্বদময়।। ২| মায়াবী মুখ বারবার স্বপ্ন জাগে অদৃশ্য এক ফুটন্ত চোখে, তা-ই তো ফিরে দেখি তোমারই মায়াময় মুখখানি। ৩| আমার অনুভূতি তোমাকে ঘিরে হয়তো তোমার অজানা, ভালোবাসার রুপটি এরুপ কোথাও উঁচু কোথাও নিচু ; শৃঙ্খলিত রুপে আমি। শিহরিত শিহরণ জাগলো মনে সেই সাথে থাকে ছন্দের গতি, বারবার ফুলের গন্ধ নাকে, তোমারই মায়ায় অনুগ্রহে প্রজাতির মতো বসে থাকি এবং ভাবনায় তুমি।। ৪| তুমি সদাসক্রিয় হৃদয়ে আমার ভুল লিখলেও অক্ষরগুলো হয় তোমাকে নিয়ে, আর সব্যসাচীর প্রকৃতি ভালো লাগা সেটাও কিন্তু তোমাকে ঘিরে; অনুধাবন অনুতাপ অতীত বর্তমান হৃদয়ের অন্তস্তল আমার সকল কাব্যকলায় জাগ্রত দেবী তুমি।। ৫| তোমাদের বাড়ীর উত্তারাংশে যেখানে সমাপ্তি উর্বর ভালোবাসা, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখি কবিতার সূত্র তুমি অথচ নাম লিখতেই মানা! তাইতো তোমার জন্য কোকিলের ক্ষনিক চিহ্ন! ৬| বিদায় বলতে নেই, তাইতো অলি বারবার ফিরে আসে, কখনো শুকনো বালি-বালি ভূমির ফসল হিসেবে, কখনো মসৃণ দূর্বা ঘাস চিহ্নিত রুপে! ভালোবাসা - কালো রঙের ছোঁয়া স্নায়ুযুদ্ধ নয়, ভালোবাস বকুল ফুলের গন্ধ কথা আর নয় শুভেচ্ছা অবিরাম অন্তহীন যেন অলি বারবার ফিরে আসে।। ৭| ভালো থেক পূর্না শুভ্রতায় ভরা আলো নিয়ে, হৃদয়ে রঙে ঝলমলে রোদ্দুর্র চিরন্তন মনের ছন্দে পুরাণকাহিনি অবার্চীন হউক আগামী দিনের স্বপ্নের কথায়।। ৮| কবিতা ভালোলাগার অগোছালো কথা, হয়তোবা কদাচিত নীল কষ্ট অথবা কোনো পথিকের বেশে ভালো লাগার অপুর্ব নীল নয়না।। ৯| ভুলানো কি যাবে? কি নামে তোমায় ডাকে! হৃদয়ের উৎস হতে, যে কন্ঠ শুনে, তোমার পিপাসিত মনে বারবার ফিরে তাকাতেই! ঘন্টার বাজনার মতো অতীত ও বর্তমান একরাশ শুভেচ্ছা বাণী ; যেন ফাগুনের প্রথম দিবসের প্রভাত-স্তব।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register