Thu 18 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিকে মৃদুল শ্রীমানী (পর্ব - ১৮)

maro news
সাপ্তাহিক ধারাবাহিকে মৃদুল শ্রীমানী (পর্ব - ১৮)

ডিনামাইট ২

এবার ডিনামাইটের সম্বন্ধে যৎকিঞ্চিৎ জানা দরকার। ডিনামাইট জিনিসটা সাংঘাতিক অথচ নিয়ন্ত্রণযোগ‍্য বিস্ফোরক। এ কারণে পরিকল্পিত বিস্ফোরণ ঘটাতে ডিনামাইটের পর্যাপ্ত ব‍্যবহার আছে। ডিনামাইট আবিষ্কার করেছিলেন সুইডিশ রসায়নবিদ প্রকৌশলী ও বড় ব‍্যবসায়ী আলফ্রেড বার্নার্ড নোবেল ( ২১ অক্টোবর ১৮৩৩ - ১০ ডিসেম্বর ১৮৯৬)। তাঁর যখন তেত্রিশ বৎসর বয়স, সেই ১৮৬৬ সাল নাগাদ তিনি নাইট্রোগ্লিসারিণের সঙ্গে ডায়াটমাইট মিশিয়ে ডিনামাইট তৈরি করেন। ইংল‍্যাণ্ডে তিনি এই বস্তুর পেটেন্ট পেয়েছিলেন ৭ মে ১৮৬৭ তে, আর সুইডেনে পেটেন্ট পেয়েছিলেন ১৯ অক্টোবর ১৮৬৭ তে। ডিনামাইট শব্দের উৎসে রয়েছে একটি প্রাচীন গ্রিক শব্দ ডাইনামিস, যার অর্থ হল পাউডার। ডায়াটম হল শৈবালকণা, মাইক্রোঅ্যালজি। এই ডায়াটমের ফসিলীভূত রূপ হল ডায়াটমাইট। এই জিনিসটি প্রাকৃতিকভাবে তৈরি নরম সিলিকা, যৎসামান্য পরিমাণ অ্যালুমিনিয়ম ও লৌহ সমৃদ্ধ পাললিক শিলা। ১৮৩৬ - ৩৭ খ্রিস্টাব্দ নাগাদ জনৈক জার্মান কৃষক ডায়াটমাইটের সন্ধান পেয়েছিলেন। ডায়াটমাইটের সঙ্গে ২০% থেকে ৬০% নাইট্রোগ্লিসারিণ মিশিয়ে তৈরি করা হয় ডিনামাইট। নাইট্রোগ্লিসারিণ একটি অত‍্যন্ত বিপজ্জনক পদার্থ। ১৮৪৭ খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেছেন তুরিন বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ‍্যাপক ইতালিয়ান বিজ্ঞানী অ্যাসানিও সোব্রেরো ( ১২ অক্টোবর ১৮১২ - ২৬ মার্চ ১৮৮৮)। নাইট্রোগ্লিসারিণে শাদা ধোঁয়া উঠতে থাকা ৯৯.৯% বিশুদ্ধ ঘন নাইট্রিক অ্যাসিড ব‍্যবহার করা হয় বলে এটি এত বিস্ফোরণশীল। এই নাইট্রোগ্লিসারিণ পদার্থটি আবিষ্কার করে এর বৈশিষ্ট্য, বিশেষ করে এটা নাড়লে চাড়লে সাংঘাতিক বিপদের সম্ভাবনা দেখে সোব্রেরো বছরখানেক অপেক্ষা করেন, তারপর বিজ্ঞানীসমাজকে অবগত করেন। সোব্রেরো এই পদার্থটির নাম দিয়েছিলেন পাইরোগ্লিসারিন। সোব্রেরো যখন শুনলেন নাইট্রোগ্লিসারিণ দিয়ে নোবেল বিস্ফোরক তৈরি করছেন, তখন তিনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন। লক্ষ্য করার বিষয় যে আলফ্রেড বার্নার্ড নোবেল এবং তাঁর থেকে একুশ বছরের বড় অ্যাসানিও সোব্রেরো, এই দুজনেই একই শিক্ষকের কাছে বিস্ফোরক রসায়নের পাঠ নিয়েছিলেন। তিনি হলেন ফরাসি রসায়নবিদ থিওফিল জুলে পেলোউজ। পেলোউজ ছিলেন বিখ্যাত বিজ্ঞানসাধক গে লুসাক এর শিষ‍্য। পেলোউজ নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে সেলুলোজ মিশিয়ে নাইট্রো সেলুলোজ তৈরি করেছিলেন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register