কবিতায় দিলীপ চক্রবর্তী
আসমানি কবুতর
স্রোতস্বিনীর মতো ঠমকে, গমকে
হরিণীর মতো চকিত চমকে.....
এসেছিলে আসমানি কবুতর আঁধার রাতে ,বাহারী আরশি জানে না তো,
নয়নতারায় দেখেনি তোমার মুখ ......
নার্সিসাসের মতো সরোবরের জলে
দেখো তুমি বারেবার তোমার সেই
আসমানি তারা,
পেয়ে যাবে তুমি আমার নয়নতারার খবর.....
উচ্চারিত শব্দের এক টুকরো
আগুন ছড়িয়ে যায় আমার কলমে।
কবিতার ঝলসানো মলাটে ঢাকা
ছেঁড়া পাতার মাঝে আঁকা,
সে আগুনে পুড়ে পুড়ে খাক হয়ে, স্বর্ণকমলের মতো উজ্জ্বল হয়ে ওঠে....
আমার শেষের কবিতা, নির্জনে নীরবে।।
0 Comments.