কবিতায় সৌমিত বসু
ঈশ্বর
যে তোমায় অস্থির করে
দিনের পর দিন ঘুম কেড়ে নেয়
সে তোমার ঈশ্বর।
তুমি তাকে প্রণাম জানিও।
যে তোমায় রোজ রোজ অপমান করে
তোমায় এগিয়ে দেয় কলম ও খাতাটির দিকে
সেও জেনো তোমার ঈশ্বর।কবিতার।
তুমি তাকে কি দক্ষিণা দেবে?
পারলে একমুঠো ক্ষমা দিও।ক্ষমা।
0 Comments.