Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে মুতাকাব্বির মাসুদ

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে মুতাকাব্বির মাসুদ

মানো বা না মানো

বুকের ভেতর দহনে-গহনে রেখেছি তুলে জমাটবাঁধা রক্ত কাননে যে মুখের আদল আজো চোখের জলে ভিজিয়ে দেখি বুকের পাঁজরে তোমার-ই আঁকা সচিত্র এক করুণ মানচিত্র! কোনো এক উদ্বেগ উদবাস্তু ভোর মৃত্তিকার অনাড়ম্বর মেঝেতে লুটানো বাংলার সংশপ্তক কালজয়ী বিদগ্ধ একটি রক্তাক্ত মানবিক লাশ কতিপয় অসুরের বুলেটে এ যেনো নিদারুণ নিস্তব্ধ সচিত্র প্রতিবেদন তবুও স্তব্ধ হয়নি তোমার উদ্ধত ঐশ্বরিক সেই আঙুল- গর্জন আজো দিগন্তবিস্তৃত তোমার বিক্ষুব্ধ মুক্তির সুর অনুরণিত হয় মহাকালের দীপ্ত আলোক কণায় মগজে ঢেউ তুলে বিপন্ন মানুষের ছায়া বিনিদ্র- নিপীড়িত মানুষের ঠোঁটে তোমারই দেয়া মুক্তির বাণী 'জয় বাংলা' নিঃশ্বাসে নিঃশ্বাসে আগুন দহনে পুষেছি বঙ্গবন্ধু তোমার নাম নত করে শির যাচ্ঞা করি আবারো ফিরে এসো তুমি - কেউ মানুক বা না মানুক আমার কিচ্ছু - আসে- যায় না আমি মানবই-তুমি বাঙালি তুমি জাগ্রত জনতার নেতা তুমি-ই বাংলাদেশ তুমি-ই স্বাধীনতা তুমি অধুনা সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা এ বিশ্ব জানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি-তুমি তুমি-ই স্বধীনতার স্থপতি জাতির পিতা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register