Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

হেমন্তী

কোন এক হেমন্তের পাতাঝরা পড়ন্ত বিকালে; আমি বসে ছিলাম একা নির্জনে, হলুদবর্ণের শাড়িতে সুদূরে উড়ে হাসছিলো এক তরুণী হাজারো সুখের স্বপ্নের মাঝে ক্ষণেক্ষণে। আমি কখনো ভাবিনি আমার ধূসর কল্পনার জগতে ; স্বচ্ছ সাদা হৃদয়ে এভাবে কেউ রঙিন দাগ এঁকে দিবে। ও যেন ছিলো এক প্রাণবন্ত হরিণী; ডাগর ডাগর কাজলকালো দুচোখের দুষ্ট চাহনি, কখন যে আমার কঠিন মন চুরি করে নিয়ে গেল হেমন্তী অদ্ভুৎ এক নেশাতে আমি বুঝতেই পারিনি। হেমন্তের রিমঝিম বাতাসে কালো কেশের উত্তাল ঢেউ; আমার মনে হচ্ছেছিল সে যেন অনেক দিনের চেনা কেউ। আকাশে বুক চিড়ে আঁধার নামে আলোকিত পৃথিবীতে নীড়ে ফিরা পাখিদের কলতান থেমে যায় দিকে দিকে ; শুধু থাকে আমাদের মুখোমুখি বসবার অপেক্ষা জোনাকিরা মিটিমিটি কথা বলে থেকে থেকে। অতঃপর মায়াবী সুখ তারা মায়ার আলোকচিত্রে ফিরে ঝিরিঝিরি বাতাস হিমহিম লাগে বাড়ি ফিরার দিকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register