প্রবাসী ছন্দে বিজন বেপারী (বাংলাদেশ)
পেতাম যদি খুঁজে
সংসারের এই ঝুট ঝামেলা
নিত্য নতুন কাজ
ভাল্লাগেনা কর্মক্ষেত্রে
বসের কপাল ভাঁজ।
মায়ের কোলে মহাশান্তি
একটু এখন বুঝি
খাইবা না খাই দুখ ছিলোনা
মায়ের ইচ্ছায় রুজি।
সেই শিশুকাল মায়ায় বাধা
পেতাম যদি খুঁজে
এক নিমেষে সকল ছেড়ে
নিতাম চক্ষু বুঝে।
0 Comments.