কবিতায় সৌমিত বসু
জীবন এক আশ্চর্য দূরবীন
জেনেছি তোমায় আমি
যেভাবে সমুদ্র চেনে তীব্র বালুকনা
একটি জীবন থেকে ঝ'রে পড়া আহত রাত্রিকে
কাঁধে করে হেঁটে চলে সন্ধ্যার নিভে আসা আলো।
সেই আলো মুক্ত হ'য়ে ফুটেছে তোমার মুখে
ওগো চেনামুখ,
আমাকে পেরিয়ে তুমি যেও না আশ্বিনে।
0 Comments.