প্রবাসী ছন্দে মনিরুজ্জামান (বাংলাদেশ)
মুখে ধরে চেপে
অনেক কিছু দেখেও আমরা
করি না দেখার ভান,
উচিত কথা বলতে গেলে
হতে হয় অপমান ।
খারাপের সংখ্যাটা দিনে দিনে
বেড়ে গেছে ভাই,
ভালো মানুষের এই সমাজে
কোন জায়গা নাই !
কথা বলতে হয় রাস্তা ঘাটে
নিত্তিরপাল্লায় মেপে,
তাহা না হলে অসভ্যরা এসে
মুখে ধরে চেপে ।
0 Comments.