Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

উল্টা ঝুলি

গাছের ডালে যেমন করে বাঁদুর ঝোলে উল্টা, আমিও ঝুলি তেমনি করে ধরছি নাতো ভুলটা৷ বাঁদুর নাকি দিনে ঘুমায় রাতটা থাকে জেগে, ঘুমিয়ে ভুলি দিনটা তবু রাতেই উঠি রেগে৷ আগুন লাগা বাজারটাতে পারিনাতো ঢুকতে, ক্যামনে দেখি পরিবারের অনাহারে ভুগতে৷ তাইতো দিনে অন্ধ থাকি বাঁদুর ভানে উল্টা, কর্ম নাই, কামাই নাই শেষ হলো সব কূলটা৷ বাচ্চারা সব গাছের নীচে ডাকছে বাবা আসো, খাবার কোনো চাইনা তবু একটু ভালোবাসো৷ ওদের ডাকে ভুলটা ভেঙ্গে উল্টা থেকে সোজা, ওরাই হলো মানিক রতন নয়তো কভু বোঝা৷ সোজা হয়ে সোজা পথে দিলাম পথ পাড়ি, লজ্জা ঝেড়ে কামলা দিয়ে ফিরলাম সেই বাড়ি৷ হাতে ছিলো একমুঠো চাল আর কিছু তরকারি, ওদের খুশি দেখে ভাবি এই ছিলো দরকারি৷ আবেগমাখা চোখে তাকাই বড় গাছের ডালটা, উল্টা হয়ে ঝুলেই আছে মস্ত বাঁদুর পালটা৷ ভাবছি মনে এটা ওদের সহজাত স্বভাবটা, আমরা পারি সুখি হতে দূর করলে অভাবটা৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register