কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল
অনু বিদ্রোহ
আমার আলাজিহ্বা নেই
তা-ই
আমার আওয়াজ শোনা যায় না,
আমি শব্দদুষণে নির্যাতিত
অতএব আমি বধির!
আমার পা নেই
তা-ই সঠিক পথে যেথে পারি না।
আমার চোখের মনি নেই -
তা-ই আমি লিখতে- পারি না।
আমার পিএইচডি নাই,
তা-ই আমি রাজ্যে সভার -
গোপাল ভাড় হতে পারি নাই !!
আমি অস্তিরতায় ভুগি -
কারন সচিবের মতো
মুখস্থে পারদর্শী নই!!
আমি হীনমন্যতা চলি -কারণ,
আমার উর্ধতন কর্মকর্তা<>
অবলীলায় যা বলে-
প্রকৃতি বিরুদ্ধে হলে- তা
আমি পালন করি নাই।।
তাই -ক্ষমা করো -
হে আমায় পবিত্র জন্মভূমি,
দায়িত্ব যা দিয়েছিলে-
অবহেলা ও অজ্ঞতার কারণে
সুন্দর ভূবণে -
কিছুই পারি নাই।।।
0 Comments.