হৈচৈ কবিতায় দেবকুমার মুখোপাধ্যায়
হ্যালো
হ্যালো মিস বায়না
বাস কোথা? গায়না?
জানো তারা কী কী খায়?
আর কী কী খায় না?
বনে বনে বাস করে
কয় জোড়া হায়না?
সেই দেশে মেয়েদের
নাম হয় ডায়না?
তাহারা কি তোমাকেও
একেবারে চায় না?
থাকো তবে এই দেশে
আর হোথা যায় না।
0 Comments.