প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালী)
মানবতা
ও মহাকালী কতো রক্ত খাবি
বল'না খুলে বল?
বন্ধুরপথ রক্ত ভরে থইথই
হচ্ছে সমান্তরাল!
রণচন্ডীর স্বামী পাগলা ভোলা
বাঁচিয়ে ছিলো তাই,
তোর তো নাই সেই পাগলা ভোলা
করছিস সে যাচাই?
ক্ষমতার লোভে বিবেক দিচ্ছ বলি
করিসনা বেশি বড়াই,
নর নিধনে রক্ত গঙ্গায় ডুবছিস
সে হুঁশটাও কি নাই?
হঠাৎ কখন যে হবে গণঅভ্যুত্থান
পদপিষ্টেই যাবি পিষে,
তোর শুভদৃষ্টি হোক মানুষরূপী
নইলে যাবি যে ভেসে!
যার হারায় সেই বোঝে বেদনার
স্বজন হারানোর জ্বালা,
যে ছলনায় মেতেছিস আজ লোভে
সে যে শুধুই মৃত্যুর খেলা!
অন্যের স্বজন হারাতে গেলে তবে
নিজের স্বজন ও হারায়,
তাই মৃত্যুর মিছিল বিরত করে তুই
মানবতায় ফিরে আয়।।
0 Comments.