কবিতায় তাপস দাস
প্রলাপ
বহুকাল না-মোছা আয়নার সামনে দাঁড়িয়ে, প্রতিদিন তোমাকেই দেখি... যেভাবে দেখি প্রজাপতির ডানায় আঁকা হারানো পথের নকশা, ঠিক সেভাবেই।
আগুনের গোপন ঠিকানায় বেগুনি আলোর নাচ দেখেছিলাম একদিন... দেখেছিলাম চাঁদের আলোয় তেপান্তরে এক মৃত ঘোড়ার খুড়ের ছাপ...
নাম না জানা নদী জলে খসে পড়ছে হলুদ বাদামী পাতা, যেভাবে জীবন থেকে ঝরে পড়ে এক-একটি দিন... তেমনই !
মধ্যরাতে, ঘুমন্ত তোমায় দেখে ঝুঁকে পড়ে অসভ্য চাঁদ! ভাবে, যদি ছুঁয়ে ফেলা যায়... যদি আগুন ওঠে জেগে...
একটি বিষণ্ন পাখি বসে থাকে অকারণ, ভ্রান্ত কদমগাছে... না-বলা শব্দেরা যেন তার এক-একটি পেখম... ভাবে যদি মেলতে পারে ময়ূরের মতো, কোনও এক মেঘলাবেলায়...
0 Comments.