কবিতায় নৃপেন চক্রবর্তী
ছুঁলে কেন?
ছুঁলে কেন?
কেন ছুঁলে?
বেশতো ছিলাম ।
পাতার আড়ালে
নির্জনে একাকী।
ঢেউ ভেঙে
এলে কেনো তবে!
কেনো এলে?
শান্ত জল স্থির হয়ে ছিলো।
স্বচ্ছ কাচের মতো স্থির!
জল ছুঁয়ে নীল নীরবতা
ভেঙে দিলে কেনো?
সারা গায়ে জ্বর!
বেশতো ছিলাম
পাতার আড়ালে
নির্জনে একাকী।
0 Comments.