কবিতায় শাওন গুলমোহর
সময়ের দেওয়াল
সময়ের দেওয়ালে যখন
জীবন যায় ঠেকে,
আর
শুষ্ক ঠোঁটের আড়ষ্টতায়
ভাষা থমকে দাঁড়ায়।
স্থির কিন্তু নির্বাক চোখের দৃষ্টি
বুঝিয়ে দেয়,
মৃত্যু অনিবার্য হলেও
শিরদাঁড়ার ভাঁজে ভাঁজে
জীবনের ঢেউ এসে আছড়ে পড়ে
বাঁচার তাগিদে।
0 Comments.