Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

কাশ কুমারী

ইচ্ছে করে হারিয়ে যেতে কাশ ফুলের ওই দেশে; সিগ্ধহাওয়া খোঁপায় দোলে কাশ কুমারীর কেশে। পাখির মতো হাওয়ায় উড়ে সাদা সাদা পরী; মন চায় তাকে হাত বাড়িয়ে ভালোবাসাই ধরি। কিন্তু তাকে পাইনা ছুঁতে জ্বলেপুড়ে মরি; ইচ্ছে করে বলতে ডেকে- ওগো কাশ কুমারী। তোমায় নিয়ে কাব্য লিখি আমি প্রেমের কবি; রঙতুলিতে হৃদয় মাঝে এঁকেছি তোমার ছবি। ইচ্ছে করে জানতে তোমায় এই শরতের দেশে; কেমনে তুমি সুখে আছো আমায় দূরে রেখে? নদীর বাঁকে পুকুর পাড়ে সুখেই কাটছে তোমার দিন; তোমার কথা ভেবেভেবে আমার বুকের মধ্যে করে চিনচিন। এই শরতে যেই না তোমায় প্রথম দেখেছি; বুকের মধ্যে ভালোবাসার ঘরবাঁধার স্বপ্ন দেখছি। ওগো শরৎ রানী কাশ কুমারী রাখো না আমার কথা; তোমার জন্য পাগল আমি আর দিও না ব্যাথা। অমনি শুনে হঠাৎ সে হারিয়ে গেলো সাদা সাদা মেঘে; উড়ে উড়ে ঘোরে কাশ কুমারী পরীর ডানা পেয়ে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register