- 3
- 0
জীবন মানে তো, চলতে থাকা... ইচ্ছেয় বা অনিচ্ছেয় ! সকাল থেকে রাত... রাত গড়িয়ে ভোর... যেন একটি গড়িয়ে দেওয়া বল... গড়াতে গড়াতে... গড়াতে গড়াতে একসময় ঠিক কোথাও যাবে ঠেকে... তারপর.....
মাথার মধ্যে এখন, শ্রাবণ শেষের ভেজা হাওয়ার রেশ... জুঁই বেলির সুবাস মাখা। শ্রাবণ রাতের একটানা রিমঝিম ঝিম, ব্যস্ততাহীন সুরে বাঁধা, সুর পেটিটার অবিরাম বেজে চলা, মস্তিষ্কের কোষে কোষে... একদিন সব থেমে যাবে জেনেও!
জীবন তো একটাই... কতকিছুই তো হয় না, বাকি রয়ে যায়... ফিরে আসা হয় না আর, বৃষ্টি ভেজা ভোরে... সবুজ জঙ্গলের পথ ধরে... হয় না আর গেয়ে ওঠা, পথ হারানোর গান...
তারপর, পুরনো তানপুরায় জমে ধুলো ... সরে যায় সুর... শেষ রাতের বৃষ্টি ফোঁটা লেগে থাকে, গাছের পাতায় পাতায়...
0 Comments.