প্রবাসী ছন্দে মজনু মিয়া (বাংলাদেশ)
তুমি কাঁদাইও না
সবই তুমি জান, তবু তুমি কাঁদাইও-
কাঁদাইও তবে, সইবার সক্ষমতা দাও।
অন্তরের কান্না তুমিই সব চেয়ে বেশি জানো-
আর না কাঁদালেও, তুমি ভেতরের কান্না আনো।
সবই জেনে বুঝে, আর না কাঁদাইও প্রভু-
পাপীর আরাধনায় সারা দিও, এটা চাই তবু।
0 Comments.