Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার (গুচ্ছ কবিতা)

০১| ছুটন্ত মহাপৃথিবী

একটা পাখির পিছে ছুটতে ছুটতে আজ আমি বড্ড ক্লান্ত- হয়তো বা সে কোন ফুলপরী কিংবা রমনী; যাকে আমি হৃদয়মাঝে আটকিয়ে রাখতে পারি নি। কচু পাতায় যেমন অশ্রু বেশি ক্ষন থাকে না, তেমনি বিশ্বসংসারে টাকা ভূমি আর নারী; এই তিনটি জিনিস,কারু চিরজীবন আপন থাকে না। তবু আমি নকশীকাঁথার মাঠে কত স্বপ্ন এঁকেছি কিছুতেই তাকে ভুলতে পারি নি।

০২| মনহরিণী কদম ফুল

ঝিরিঝিরি বৃষ্টি পড়ে মন করে হায় ব্যকুল ! অপলক দৃষ্টিতে চেয়ে থাকে মনহরিণী কদম ফুল । নিদারুণ তার রূপের বাহার সাদা পাড়া হলুদ শাড়িতে ; সেজেগুজে হাতছানি দেয় কদম ডালে তার বাড়িতে। ইচ্ছে করে তার হারিয়ে যেতে নীল আকাশের দেশে তাইতো সে হাতছানি দেয় বর্ষা রানীর বেশে। লুকিয়ে থাকে অসংখ্য সবুজ পাতার ফাঁকে ; হৃদয়-গভীরে স্বপ্নস্মৃতি এঁকে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register