প্রবাসী ছন্দে মজনু মিয়া (বাংলাদেশ)
তুমি
একদিন গান শেষে আবেগের পিঁড়িতে বসে
দূরের মেলা ঘুরে আসি
আবার রঙিন ফিতা কিনতে।
শামুকের খোষায় ভাত রেঁধে খেলার সাথী ডাকা
আবার ফিরে পেলে সেই দিন
আফসোস কেবল ফিরবার দিন শেষ!
আজ তুমি আমি একাকার নিভৃতে
তিল তিল ভালোবাসা দিয়ে
নিজের পৃথিবী সাজাই সুখে থেকো বুকে।
0 Comments.