- 4
- 0
"ভালোবাসি" - একথা শোনার জন্য হন্যে হয়ে ঘুরছি সারাদিন। ও দেখি চলেই যাচ্ছে হাজার মাইল দূরে ক্রমশঃ। আমিও হেলে সাপের মতো সজোরে ছুটছি। মাথার উপর যেন জ্বলন্ত বাসুকির ফনা। নীচে সীতার জন্য যেরকম মাটি ফাঁক হয়ে গিয়েছিল। সেরকম কার্যকারণ তৎপুরুষ সমাসের বাড়বাড়ন্ত নিয়ে আমিও ছুটছি। শেষে থামব কোথায়, জানা নেই। তীরবিদ্ধ ক্রৌঞ্চর মতো মৃত্যুর কোলে ঢলে পড়বার আগে তবু "ভালোবাসি" - একথা শোনার জন্য হন্যে হয়ে ঘুরছি সারাদিন।
0 Comments.