কবিতায় কৌস্তুভ দে সরকার
পারবে?
তুমি কি আমাকে কিছু ভালোবাসা ধার দিতে পারো?
আমি তাহলে বেঁচে যাই অনেকটাই
তুমি রাগ কোরো না
কিংবা কোনো অজুহাত দেখিও না
কথা দিচ্ছি
সুদ সমেত ফিরিয়ে দেবো সবটুকুই
আজ এই দুর্দিনে
তুমি কি সামান্য একটু আমার
কাছে থাকতে পারো?
আমি তাহলে বেঁচে যাই অনেকটাই।
0 Comments.