প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)
পৃথিবীর ইতিহাস
চর্বিজমা চতুষ্পদদের শেষকৃত্য দেখেছো কখনও?
ওই যে বলদ খাসি শুকরেরা
যারা মুক্ত মাঠের সবুজ ঘাস
মুক্ত বাতাস আর খৈল খেয়ে খেয়ে
নাদুসনুদুস হয়ে চলে যায় কসাইবাড়ি,
অতঃপর কসাইকূল মাতে ওদের শেষকৃত্য উৎসবে
গলার নলি কেটে দিয়ে স্রোত বইয়ে দেয় শোণিতের
থিনথিনে চর্বির উপর থেকে খসিয়ে নেয় চামড়া
চর্বিজমা গতর ছিলতে ছিলতে চিকচিক করে চোখ
আনন্দে ; পশুকাটা কসাইদের আনন্দ কাটাকাটিতে।
শোষণে শোষণে নিষ্পেষিত জনতাও
কসাই হয়ে ওঠে একদিন,
শোষকের চর্বিজমা গতর থেকে নিংড়ে আনে তেল
সেই তেলে ভাজা হয় গণতন্ত্র কিংবা সুবিচার -
জনপদসমূহেও স্বৈরাচারের শেষকৃত্য হয় সোৎসবে
এভাবেই লিখেছে পৃথিবী তার বেঁচে থাকার ইতিহাস।
0 Comments.