Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় সুশান্ত সাহা

maro news
কবিতায় সুশান্ত সাহা

রঙের বাহার

সব রঙ মিলে-মিশে আমি হব সাদা ধুয়ে-ধুয়ে রাখবো আমি ঠিক নানান বর্ণমালা ভোর এসে দেবে ভরে শিশিরের জল, মেলাতে গিয়ে রঙ-এর বাহার,অনেক শিখেছি দাদা। আর নয় বিক্রি-বাট্টা মনের আনাচ-কানাচ বিবেকহীন দামে বিক্রি হওয়া আর নয় পেটে ভাতে তাও গরীবের ছায়া গুমরে কাঁদে দিনভর স্বপ্নের আঁচ.... বেছে-বেছে তাই রঙ ধরা চাঁচা কোন রঙই সঠিক নয়,কম বেশি কালো নিজের দামে বাঁচবো নিজে নিজেই মুছে-মুছে সাজাবো ওদেরও স্বপ্নের খাঁচা- জীবন চলে জীবনের নিয়মে আশা ভালোবাসা এপাশ-ওপাশ দু পাশেই নিয়েছি খোঁজ অল্প-সল্প ত‍্যাগে যায় যদি চলা চলার পথ যতই আকাঁ-বাকাঁ হোক কম-কম কাঁদা......
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register