Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া (গুচ্ছ কবিতা)

১| যাচ্ছি মরে অনাহারে

শাট ডাউনে বাইরে যাওয়া একেবারেই মানা৷ আম জনতার ক্ষমতা কী তাদের আছে জানা? দিন মজুরি দিয়ে চালাই আমার পরিবার৷ যাচ্ছি মরে তবু যে নাই কিছুই করিবার৷

২| তালাশ

একটা গভীর ঘুমের জন্য প্রতিরাত জেগে থাকি৷ সুরা পান ছাড়াচ্ছলে হয়ে যাই সাকি৷ সকল রমনীর মাঝে তোমাকেই পাই খুঁজে৷ ভালবাসা বিলিয়ে দেই অজ্ঞাতে ও বুঝে৷ কেন যে তোমাকেই করি তালাশ নিরন্তর৷ তুমিতো এখন অন্যের বোঝেনা তা অন্তর৷

৩| যাচ্ছি মরে অনাহারে

শাট ডাউনে বাইরে যাওয়া একেবারেই মানা৷ আম জনতার ক্ষমতা কী তাদের আছে জানা? দিন মজুরি দিয়ে চালাই আমার পরিবার৷ যাচ্ছি মরে তবু যে নাই কিছুই করিবার৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register