Fri 19 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

মেলা মানেই জনসংযোগ। আর আমার এই মেলা কভার করতে বেশ ভালো লাগে। কত রকমের মানুষ! তাদের কত রকমের চাহিদা। যেহেতু আমার কাজ বই নিয়ে সেইহেতু আমি বইমেলাতেই থাকি। আজ একটা মজার ঘটনা লিখব। অনেক বছর ধরে মেলা করছি। বেশ কয়েক বছর ধরে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করছি। বেশিরভাগ মানুষের চাহিদা ভুতের গল্প, অলৌকিক ঘটনা,এইসবের। আর কিছু মানুষের চাহিদা ধর্মীয় বই এর ওপর। নভেম্বর(২০২২) নিউ টাউন বইমেলা থেকে শুরু করেছিলাম। শেষ করলাম ফেব্রুয়ারিতে(২০২৩) বেলুর বইমেলায়। এর মধ্যে কলকাতা বইমেলাও ছিল। একদিন এক পাঠককে বললাম- এইদিকে সব ভূত আছে। ঐ দিকে ভগবান আছে। আর মাঝখানে বর্তমান, মানে এখনকার উদীয়মান লেখক। প্রথমেই ভুতের দিকে চলে গেল। তবে কি ভারতবাসী,পশ্চিমী দেশগুলোর মতো ভূতে বিশ্বাসী হয়ে পড়ছেন? ভূতের গল্পগুলো বেশ মজার। বিশেষ করে হ্যালোইন সংক্রান্ত গল্পগুলো। কিছু মানুষ বিশ্বাস করেন। ভূত বিষয়টি আছে। যারা বেশ রসিয়ে রসিয়ে ভূতের গল্প বলেন তাদের যদি জিজ্ঞাসা করা হয়, আপনি ভুত দেখেছেন? তখন ঘাড় নেড়ে বলবেন,- না, না আমি দেখিনি। আমার দাদুর কাকার পিসির ভাইয়ের ছেলে দেখেছিল। বোঝো ঠেলা! তিনি কি দেখেছিল- আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা এক মহিলা। কিন্তু কপালে টিপটা জ্বলজ্বল করছে। (ব্রহ্মদন্তি) ছাড়া বেশিরভাগই নারী চরিত্র। ভূতকেন্দ্রিক। যত লোক ভূত দেখেছেন বেশির ভাগই ওই নারী চরিত্রের উপর দিয়ে। শ্যাওড়া গাছের পেত্নি গোছের আর কি। তবে কি মৃত্যুর পরও নারীর নিয়তি বদলায় না? আর ভগবান, তাকে নিয়ে কোন কথা হবে না! শেষ করবো কৃষ্ণের কথা দিয়ে। একবার রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন- আমি তোমার কোথায় আছি? বেশ মিষ্টি হেসে কানু বলেছিলেন- সখি তুমি আমার হৃদয়ে, আমার শ্বাস প্রশ্বাসে আমার সবেতে আছো। আবারো রাধা জিজ্ঞেস করল- তাহলে আমি কোথায় নেই? আবারো কৃষ্ণ ভুবন ভুলানো হাসি হেসে বললেন- আমার কপালে। উফফফফফ কি রাজনীতি কানু! রাধে রাধে ।

মার্চ মাস চলছে। সবাইকে আরও একবার নারী দিবসের শুভেচ্ছা রইল।

রীতা পাল

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register