ক্যাফে কাব্যে সুশান্ত সেন
তুমি
কি রকম যেন একটা ভালো লাগা
গোলাপ ফুলের পাপড়ির মত
লেগে থাকে সর্বাঙ্গে ।
যেতে যেতে কে যেন বলে - স্ট্যাচু ।
নড়বার ক্ষমতা আর থাকে না।
যতক্ষণ না আঙ্গুলে আঙ্গুলে ঠোকাঠুকি না হবে
বসে থাকতে হয়
ঝর্ণতলায় ।
পৃথিবীর ঘূর্ণন থেমে যায়।
0 Comments.