Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় সন্দীপ সাহু

maro news
কবিতায় সন্দীপ সাহু

সম্পূর্ণ হয়ে উঠি আমি তুমি

দ্বন্দ্ব-ই জীবন-ফুল ফোটায়, বসন্ত আনে। নদীকে বইয়ে নিয়ে চলে‌ মোহনা-ঠিকানায়। মেঘ দূত হয়ে উড়ে চলে হলুদ খাম হাতে। কিম্বা প্রথম কদম এগিয়ে আসে গোলাপ হাতে প্রথম। তোমার মোহনা-ঠিকানায় আমার নাম লেখা দেখে তোমার নাম লেখা মোহনায় ঝরনা হয়ে নদী হলাম। হলুদ খামে হলুদ খামে বিনিময় হলো বিষাদ-সিন্ধু বিনিময় হলো আকাশ সাগর গুলবাগ অরণ্য ...! চুম্বনে চুম্বনে বিনিময় হলো পরাগরেণু। ভ্রমরেরা খবর পেয়ে গুনগুন করে উড়ে এলো। পাহাড়ে পাহাড়ে মন্ত্র-গুঞ্জরণ ভেসে বেড়ালো। সমস্ত সাক্ষীরা একে একে উপস্থিত হতেই গান্ধর্ববিবাহের আয়োজন সম্পূর্ণ হয়। পরাগমিলনে পরাগমিলনে সম্পূর্ণ হয়ে উঠি আমি তুমি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register