কবিতায় সৌমিত বসু
রাধাচূড়া
প্রথম রোববার ভাগ করে নিয়েছিলে দুজনে
এবছর আমাদের প্রথম দোল,শেষ দোলও
টুকরো করা গেল না কোনোমতে।
হাওয়ায় উড়ছে আবির
তুমিও রঙিন।
এতগুলো বছর ঠিক কারা কারা সঙ্গে ছিলো?
তোমার সঙ্গে? রঙের উৎসবে?
আজ তুমি নেই
তাই জীবনে কোথাও কোনো রং নেই।
0 Comments.