Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে দালান জাহান (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে দালান জাহান (গুচ্ছ কবিতা)

১| ঝড়বৃষ্টি

বাড়ির পাশে বিয়ে হচ্ছে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আনন্দে আত্মহারা ধুলিগুলো রঙ মাখছে হাসছে কাঁদছে ভিড় করছে আঙুল ডোবায়। গিটারের তার ধরে দু'টো পাখি বনলতা থেকে জীবনানন্দ প্রেম ও প্রেমিকের হাতভেজা কান্নায় দূরের চুম্বনে মিলিয়ে যাচ্ছে। বাড়ির পাশে বিয়ে হচ্ছে দুটো চোখ অনাহারী জংলী অ্যামাজন ফাস্টিং শুকনো কালো বিকেল দুপুরের তাজা কলিজা ভুনা করছে আরও দুটি চোখ নিশ্চুপ ডগ ফাইটার পটে বসে ফায়ার! ফায়ার! ফায়ার করছে।

২| বসন্ত দুপুর

নম্রতার কাঁধে ঝুলছে তোমার আমার সব অভিশাপ। নির্জীব মাঠের কোণে বসে আছে বসন্ত দুপুর পতপত ছিঁড়ছে জামা পড়া আকাশের কৌণিক বিন্দু দুপুরের রাক্ষস রোদ হাসছে কাঁদছে ভয় সমুদ্রে খেলা করছে সাসপেন্স সার্কাস রাতে-রাতে পৃথিবীতে বাড়ছে নারী ও নদী মৃত্যুর চেয়ে নিষ্ঠুর সব আন্তরিক ক্ষতো। প্লেটে নির্মিত চুম্বক দৃশ্যের ঝোল খেতে-খেতে একটি কুকুর পাগল! ডাকছে আরেকটি কুকুরকে।

৩| গ্রেনেড কলোনি

জীবন ফুরিয়ে যাচ্ছে তাই আজকাল খুব বেশি শিশুদের কাছে যাচ্ছি। এখনকার শিশুরাও পৃথিবী ভালো বোঝে জীবন যুদ্ধ শালিক ঝরা রোদ ফায়ার ও ট্রিগার বোঝে। সময় ফুরিয়ে যাচ্ছে তাই বোনমালা নিয়ে প্রেমিকার কাছে যাচ্ছি পাখিমন বিজ্ঞাপন বিবরণ শিল্পঠোঁঠ মাছফল উপত্যকার পূর্ণিমা মুখ ফিরিয়ে দিচ্ছি। সবকিছু শেষ হয়ে যাচ্ছে তাই এতিম রাত কুয়াশা মাখা অন্ধব্যাংক প্রেমিক হৃদয় গ্রেনেড কলোনি-! বলতে চায় মন! বলতে চায় মন জীবন মূলত যৌবন যৌবন মূলত চুম্বন।

৪| মুখহীন মুখ

আকাশ ফুঁড়ে পালিয়ে যায় দুঃখধ্বনি দুঃখ করো না! দুঃখ করো না। যে মাছি ভনভন ওড়ে যায় লোকালয়ে অথবা যে ঘুমের কপাট লাগায় নীতিভূত ওজনহীন বত্রিশ আফিম সুন্দরী বসে থাকে আগ্রহপূর্ণ নেলপলিশে ঘুমহীন পৃথিবীতে ঘুরে বেড়ায় প্রতিবন্ধী নদীর উলঙ্গ হাওয়া নিঃসঙ্গ ঘর ডাকে কম্পনহীন শীত সুখহীন শহরে স্রোতহীন জল অজস্র দানা! বেদনা! বেদনা! মুখহীন মুখ কখনও কখনও হয়ে উঠে কারও কারও দৃশ্য পোষার ভাষা! আয়না! দুঃখ করো না! দুঃখ করো না।

৫| অটিস্টিক

তোমার সাথে হেঁটে যাচ্ছি যখন তুমি আকাশ উল্টো করে লিখে যাচ্ছো একটি পাগলা ঘোড়া ও একটি মৃত মাছের আত্মকাহিনী। তোমার শূন্যতায় হারিয়ে যাচ্ছি তোমার মেঘমন বুদবুদ করছে জলমদে তোমার শোক উদযাপন করছি ভেসে যাচ্ছি বুনোশহরে ঠোঁটে-ঠোঁটে। তোমার বেদনার সাথে সংসার করছি যখন তুমি পিড়িতে বসে আঁকছো পিঁপড়ে ও মিষ্টির অনুপস্থিত অর্গাজম। তোমার চুম্বন ও সেক্স জ্বালিয়ে নির্ণয় করছি পাহাড়ের দুঃখ ও শীতার্ত ডিসেম্বরের তাপ। তোমার আর অন্ধ সূর্যের অপেক্ষায় আছি তুমি অন্ধকার আরও গাঢ় অন্ধকার নামাবে একদিন শান্তির পৃথিবীতে যেদিন সমস্ত অটিস্টিক জলে এই পাহাড় ডোবে যাবে! ডোবে যাবে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register