Thu 18 September 2025
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় নীলাঞ্জনা ভট্টাচার্য

maro news
হৈচৈ কবিতায় নীলাঞ্জনা ভট্টাচার্য

ঠাকুরমার ঝুলি

শহুরে জীবন ব্যস্ত ভারি , সময় নেইকো তার সকাল বিকেল স্কুল টিউশন , এগিয়ে থাকার ভার । তারই মাঝে মনটা যেন , পাখনা মেলে ওড়ে শুকপাখি আর সারির সাথে, যায় সে দ্বীপান্তরে । দুষ্টু রাণী রাক্ষসী , তার মন্ত্র যাদু দিয়ে রাজকন্যাকে পাড়াল ঘুম , অন্তঃপুরে গিয়ে । দিন নেই আর রাত নেই তার , কেবল ঘুমিয়ে থাকে সেই চিন্তায় রাজামশাই , কাজটি ফেলে রাখে । সোনার কাঠি রুপোর কাঠি , গুপ্ত কক্ষে রেখে রাজকন্যার ভাঙ্গল যে ঘুম , কাঠির পরশ মেখে । সেই কক্ষের মাঝে ছিল , মায়া সরোবর দুষ্টু রাণীর প্রাণভোমরার , বসত তার ভিতর । পক্ষীরাজে সওয়ার হয়ে , আসে রাজার কুমার তরোয়ালের এক কোপেতেই , সাঙ্গ পালা তার । রঙবেরঙের গল্পমাখা . ইচ্ছাফানুস ভাসে শৈশব তার আলোছায়ার , আনন্দেতে হাসে ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register