Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

বড্ড ভাঙচুরে আমি

ভীষণ ভাঙচুরে আমি— ছেলেবেলায় প্রিয় খেলনাগুলো ভেঙে ফেলতাম, পুতুল, পিস্তল কিংবা গাড়ি ভেঙে গভীরের সন্ধান করেছি প্রতিনিয়ত ৷ ভেঙে ভেঙের অবশিষ্ট থেকে যেত একটা স্ক্রু অথবা বল্টু৷ এরপর আর বিভাজিত না করার যাতনা অস্থির করত আমায়৷ তখন বুঝিনি এর চেয়ে বিভাজ্য হয় না কিছুই যেমন পদার্থকে ভেঙে ভেঙে অণু, পরমাণু কিংবা ইলেক্ট্রন, নিউট্রন, প্রোটন-এ থেমে যায় পদার্থবিদ; বায়োলজিস্টরা থেমে যায় প্রাণের উৎস প্রোটোপ্লাজমে এসে৷ তবুও আরো ভাঙতে চাই ভাঙচুরে আমি— প্রথা ভাঙ্গি, সমাজ, বিধান, ধর্মীয় মূল্যবোধ বাদ দেই না কিছুই৷ নারীর হিজাব থেকে ব্লাউজ, তারপর শাড়ি অথবা বানাতে চাই টপলেস; প্রথা ভাঙবোই বলে— ভাঙচুরে আমি ভেঙে ফেলি কবিতার পংক্তিমালা, শব্দ চয়ন, আবৃত অঙ্গের বাহুল্য ব্যবহার৷ আমি মানি না শ্লীল-অশ্লীলতার কাঠামো! অতপর আফ্রিকার গহীন অরণ্যে বসবাসরত গোষ্ঠীভিত্তিক টপলেস সমাজের ছবি দেখে আঁতকে ওঠা আমি বলে উঠি অসভ্য.,. মনের অজান্তেই নিজেকে দৈতস্বত্ত্বার অধিকারী মনে হয়৷ যে মানদণ্ডে কাউকে অসভ্য বলছি অথচ আমি সভ্যকে অসভ্যতার আবরণে আবৃত করছি নিত্য৷ জেগে ওঠে শাশ্বত সত্য, মানবিক চেতনা৷ ভাঙার শেষ বিন্দুতে গিয়ে আর ভাঙা যায় না কিছুই৷ ইচ্ছে করলেও নয়৷ নিজেকে ভাঙচুরে বানালেও সমাজ ভাঙচুরে নয় কখনো৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register