কবিতায় পদ্মা-যমুনা তে অনিক ইসলাম
চিঠি
প্রিয়া ভাবছি, অনেকদিন পর
নতুন আবেশে যখন সামনে দাড়াবো,
তুমি চিনবে তো?
জানি অনেক অভিমান তোমার
কিন্তু আমি যে জীবনযুদ্ধে
সময়ের কাছে পরাজিত!
আমার ওয়াদাটা রাখতেই হবে
তোমাকে ছোট করতে পারবো না,
আমি যা বলেছি সব সত্যি
আর বড় সত্যি তুমি।
ইতি
ভালোবাসা
0 Comments.