কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া
সবুজ করবো কবর
উল্টো রথে
উল্টো পথে
উল্টোগুলোই সোজা
পুঁটলি পেয়ে
পল্টি খেয়ে
সবাই এখন খোজা
সাহস ছেড়ে
ছবক মেরে
কাটছে সারা বেলা
মন্ত্র দিয়ে
তন্ত্র নিয়ে
চলছে আজব খেলা
আমরা আছি?
ক্যামনে বাঁচি!
কেউ নেয়না খবর
যাচ্ছি মরে
তবুও লড়ে
সবুজ করবো কবর৷
0 Comments.