আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ ডা.বেনজীর আহমেদ
আঁধার ঢাকা চাঁদ
একটা আকাশ একখানা চাঁদ
আঁধার করে আলো
আকাশ তুমি উপুর হয়ে
জোৎস্না রাশি ঢালো।
জোৎস্না রাতে জোৎস্না মুখি
জোৎস্না মেখে গায়ে
চলে এসো বন্ধু আমার
শিশির ভেঁজা পায়ে।
তোমার জন্য বন্ধু আমার
অপেক্ষাতে থাকা
হঠাৎ দেখি চাঁদটা কেমন
আঁধার দিয়ে ঢাকা।
0 Comments.