হৈচৈ কবিতায় সুশান্ত সেন
শীত
দাঁতে দাঁত লেগে যায়
কান কট কট
শীত এলো চান নেই
চুলে পড়ে জট।
উত্তর থেকে আসে
কনকনে হাওয়া
হিম হিমে অনুভূতি
হাড়ে করে ধাওয়া,
আলমারি খুলে তাই
সোয়েটার খুঁজি
টুপি আর মাফলার'ও
দরকার বুঝি।
দ্যাখ দেখি কোথা আছে
সাদা আলোয়ান
ধরা চুড়ো পরিধানে
সাজি পালোয়ান।
0 Comments.