আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ শংকরনাথ চক্রবর্তী
নির্বিবাদী
লিখতে লিখতে কিছু শব্দ
গরম জলে পড়ে গেছিল!
শীতকাল বলে হয়তো উষ্ণতাকাঙ্খী!
তুলে এনে দেখলাম
ফোস্কা পড়ে গেছে!
জলটা কি খুবই গরম ছিল
নাকি শব্দগুলো আমার চেয়েও ঠান্ডা!
এখন আমি ফ্লাস্কের মতো নির্বিবাদী।
তুমি শব্দে মেশা গরম জলে
এসে বুঝেছিলে!
0 Comments.