আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ মৌমিতা দে সেনগুপ্ত (ক্যালিফোর্নিয়া, ইউ এস এ)
দেখা হয় নাই
বুঝেও কিছু বুঝলে না
ভালবেসেও কেন আর খুঁজলে না?
বুকের ভিতর ডিনামাইটের স্তুপ
দুই পৃথিবী ভীষণ রকম চুপ!
ঝাপসা চোখে বিরহ জাগে
বিনিদ্র রাতে নিভৃত কোলবালিশ খোঁজে....
হাত বাড়িয়ে ছুঁয়েছি কুয়াশা উন্মুখ
'দেখা হয় নাই' বহুদিন সেই প্রাচীন মুখ....
0 Comments.