Thu 18 September 2025
Cluster Coding Blog

আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ অভিনব প্রামানিক

maro news
আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ অভিনব প্রামানিক

মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা। বাংলা তে আমরা কথা কই, বাংলাতে আমরা লিখি, প্রথম মা ডাকা আমরা বাংলাতেই তো প্রথম শিখি। গর্বিত আমরা যে আমাদের মাতৃভাষা সমগ্র বিশ্বের মধ্যে সব চেয়ে মিস্টি ভাষা। বিভিন্ন সময় বিভিন্ন কবি, সাহিত্যিক এই বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেছেন, তাদের কাব্যে, তাদের লেখনিতে বার বার ফুঠে উঠেছে বাংলার ভাষা, সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার মনোমুগ্ধকর পরিবেশ। তারা বিশ্বের দরবারে আমাদের ভাষাকে পৌঁছে দিয়েছেন, তাদের মন মস্তিষ্কে বাংলা ভাষার সঞ্চার করেছেন, তারা পূজিত হয়েছেন, পেয়েছেন ভুয়সী প্রশংসা। যেই সমস্ত সাহিত্যিক, কবি সর্বত্র সমাদ্রিত, তাদের একজন যিনি শুধু আমাদের বাঙালীদের গর্ব নন, তিনি গোটা বিশ্বের গর্ব, গোটা বিশ্ব যাকে নিজের হৃদয়ে ঈশ্বর জ্ঞানে পূজা করেন, যার সাহিত্যের ব্যাপ্তি এতটাই যে তার সাহিত্য নিয়ে, তার জীবন নিয়ে শিক্ষালাভ করেন বহু মানুষ, তারা যে শুধু বাঙালী তা কিন্তু নন, বহু ভাষা ভাষীর মানুষ, বহু ধর্মাবল্মবীর মানুষ তাকে নিয়ে চর্চা করেন, আশা করি বুঝেই গেছেন কোন মহান ব্যাক্তিত্ব কে আলোচনায় আমি ব্রতি? তিনি আমাদের বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এমন কেউ নেই যিনি ওনার সম্পর্কে ওয়াকিবহাল নন। ১৬১ বছর ধরে আজ ও তিনি বিরাজমান, তার সৃষ্টি রচনা নিয়ে আলোচনা করলে তা অবিরাম ভাবে চলতে থাকবে, পাতার পর পাতা শেষ হয়ে যাবে কিন্ত তাকে বর্ণন করা শেষ হবেনা। জানিনা তিনি না থাকলে বাংলা ভাষার মাহাত্ম্য বিশ্বের কাছে পৌঁছত কিনা? বাংলা ভাষা এতটা সমৃদ্ধ হত কিনা? ইংরেজি শিক্ষায় শিক্ষিত বিদেশের সাহেব শুভরা বাংলার প্রতি আকৃষ্ট হয়ে বাংলা শিক্ষায় শিক্ষিত হতে আকুল হতেন কিনা?

তাও এত কিছুর মাঝেও আমরা অনেকেই আছি যারা আমাদের নিজের মাতৃভাষাকে সেভাবে ভালোবেসে উঠতে পারিনি, অনেক বাঙালী তো বাংলায় কথা বলতেই লজ্জা পান, তুচ্ছ তাচ্ছিল্য করেন। নিজেদের সন্তানদের বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেন শিক্ষালাভের উদ্দেশ্যে, যাতে সেই সব মাতা পিতা সমাজে এক মিথ্যা চাদরের মোড়োকে ঠুনকো পদমর্যাদা লাভ করতে পারেন। ইহা যে একে বারেই কাম্য নহে।

আমি এটা বলছিনা যে আপনারা নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের এক বর্ণময় উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে কোনো এক সনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছেন, তাতে কোনো রূপ অসুবিধা আছে, আমি শুধু আপনাদের অনুরোধ করব, আধুনিক ইংরেজি ভাষায় শিক্ষার পাশাপাশি সন্তানদের বাংলা ভাষা সম্পর্কে অবগত করুন। RUSKIN BOND, MARK TWAIN, LEWIS CARROLL, JONATHAN SWIFT, DANIEL DEFOE, JULES VERNE, J.K ROWLING, ALEXANDER DUMAS, CHARLES DICKENS, RUDYARD KIPLING, R.K NARAYAN, JUDY BLUME, ERIC CARLE, ROALD DAHL, KATE DICAMILLO, ARNOLD LOBEL, JERRY PINKNEY, DAN SANTAT, MAURICE SENDAK,DR. SEUSS, NOEL STREATFEILD, MO WILLEMS দের মতন বিদেশী শিশু সাহিত্যিক এর পাশাপাশি আমাদের বাংলা এর শিশু সাহিত্যিক যথাঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দের সাথে পরিচয় করান। পরিচয় করান ফেলুদা, কাকাবাবু, প্রফেসর শঙ্কু, আবল তাবল, পাগলা দাশু, হজবরল, টেনিদা, ঘনাদা, অর্জুন দের মতন চরিত্রদের সাথে, পরিচয় করান আনন্দমেলা, শুকতারা, সন্দেশ, কিশোর জ্ঞান বিজ্ঞান এর মতন পত্রিকার সাথে। আপনাদের সন্তানরা ও প্রাণবন্ত হয়ে ভেসে যাক বাংলা ভাষার এই মহাসাগরে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register