Thu 18 September 2025
Cluster Coding Blog

আগমনের সুরে হবে এবার দেবীর অসুর বধ!

maro news
আগমনের সুরে হবে এবার দেবীর অসুর বধ! পুজো পুজো গন্ধে মায়ের আগমনের সুর বাজতে শুরু করেছে চারিদিকে। আর হাতে এক মাস। আর মায়ের আগমন মানেই মহালয়া দিয়ে তার প্রারম্ভ। সেদিন দেবিপক্ষ দিয়ে শুরু হয় পুজোর মাস। মহালয়ার দিন দেবী দুর্গা মহিষাসুর কে বধ করে সমস্ত অশুভ শক্তি কে শেষ করে শুভ শক্তির সূচনা করেন। মায়ের আগমন সমস্ত মর্ত বাসীর জন্য যেন এক খুশির জোয়ার। পুজোর আগে মহালয়া টা যেন প্রায় প্রায় উৎসবের পর্যায়ই পরে। ভোরবেলায় উঠে রেডিও তে মহালয়া শোনার পালা। এবং তারপরই টিভিতে ফুটে ওঠে বাচ্চাদের জন্য রঙিন মহালয়া। বাচ্চা বললে ভুল হবে ছোট থেকে বড় সবার জন্যই থাকে এই মহালয়া। আর মহালয়ার কনসেপ্ট সেই মহিষাসুর বধ এই সীমিত থাকে। কিন্তু মানুষ মাত্রই কিছু নতুনত্বের খোঁজ করে। তাই গদ বাধা ছক থেকে বেরিয়ে যদি তুলে ধরা যায় নতুনত্ব কিছু! সেরকমই এক দারুন উপস্থাপনা এবার আনতে চলেছে রূপসী বাংলা। সবকিছু ছাপিয়ে গিয়ে তুলে ধরা নতুন কিছু। তাই কোন মহিষাসুরমর্দিনী বা মহালয়া নয় আসছে আগমনীর রূপে। দেবীর আগমন প্রস্ফুটিত হবে ক্লাসিক্যাল ডান্সের মধ্যে দিয়ে। Mou Baidya Presents উপস্থাপনার টিমে থাকছেন, Concept and Direction Amitabha Pathak, Music Niloy Ghosh, DOP Biswanath Barman, Choreographer Rakesh and Payel, Executive Producer Shaan, Location Courtesy AP Studio, Pro Debosree and Chirosree, Poster Design Subhro and Bipro. রূপসী বাংলার এই অনবদ্য প্রয়াস এবং নতুন উদ্ভাবনী ভাবনার জন্য রইল অনেক শুভকামনা। দেখতে ভুলবেন না যেন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register