কেন নেবো না? চলো --মিতিলের হাত দুটো পরম মমতায় ধরে তানজির ছাদে এসে দাঁড়ায়!
গত কদিন এক নাগাড়ে বৃষ্টির পর আজ দুপুরের শেষে রোদ উঠেছে। এখন রাতের আকাশ মেঘমুক্ত, পরিষ্কার। যেন নীলাভ মসলিন শাড়ির সামিয়ানা টাঙিয়ে দিয়েছে কেউ। তার মাঝে রূপোর থালার মতো মস্ত গোল চাঁদ ঝকমক করছে। চাঁদের আলোয় থই থই করছে চারদিক।
0 Comments.